বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

মারা গেলেন খাসিয়া সম্প্রদায়ের বীরমুক্তিযোদ্ধা আফ্রিকা সুটিং-রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ১৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

এলিসন সুঙ,মৌলভীবাজারঃমৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধা আফ্রিকা সুটিং মারা গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর )বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছড়া খাসিয়া পুঞ্জি  কবরস্থানে তার সমাধীর কাজ সম্পন্ন হয়েছে।তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ৪ নং সেক্টরের হয়ে স্বক্রিয় ভাবে মুক্তিযোদ্ধা হিসাবে অংশ গ্রহন করেছিলেন।

এর আগে শেষকৃত্যের প্রার্থনা সভা পরিচালনা করেন কুলাউড়া লক্ষীপুর মিশনের পাল পুরোহিত ফাদার সাগর রোজারিও।

বীর মুক্তিযোদ্ধা আফ্রিকা সুটিং  দাফনের আগে কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় গার্ড অব অনার পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান।কুলাউড়া থানার উপ-পরিদর্শক দেবাশীষ তালুকদারসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম,এ মতিন, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিবুল ইসলাম আজাদ,কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার  মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারন সম্পাদক ফিলা পতমী,প্রিচিংলি সুঙ, কুবরাজ আন্ত পুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং,পালক পাইরিন সুটিং,ইউনিয়ন পরিষদের সদস্য  সিলভেস্টার পাঠাং,খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি অ্যালিজাক তাংসং প্রমুখ।

পারিবারিক সূত্রে জানা গেছে,রোববার রাতে কুলাউড়া উপজেলা অধীনে এওলাছড়া খাসিয়া পুঞ্জি নামক এলাকায় তার নিজেস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারনে শারীরিক ভাবে অসুস্থ হয়ে মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৮ বছর।

তিনি খ্রীষ্টান ধর্মাম্বলীর খাসিয়া সম্প্রদায়ের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আফ্রিকা সুটিংকে শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো উপস্থিত ছিলেন। পরে শনিবার বিকাল ৪ ঘটিকায় তাকে সমাহিত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর