মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ১৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুন হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৪ ডিসেম্বর ২০২৩ইং, রাত ৮টার সময় শহরের নতুন বাজার এলাকার মুন হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তিন ব্যক্তি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। পরদিন দুজন চেক আউট করে চলে যায়। পরে হোটেল বয় ওই কক্ষ তল্লাশি না করে ওই কক্ষের দরজা তালা মেরে দেন। সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কক্ষের তালা খুলে খাটের নিচে একজন পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান হোটেলের ম্যানেজার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল এসে লাশের পরিচয় সনাক্তের জন্য হাতের আঙুলের চাপ নিলে মরদেহ অর্ধগলিত কারণে আঙুলের চাপ ম্যাচ করতে পারেনি বলে জানা যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার তদন্তের স্বার্থে মৃত ব্যক্তির সঙ্গে থাকা দুজনের পরিচয় জানাতে অস্বীকার করেছেন।পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল (সদর) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন,লাশ অর্ধগলিত হওয়ার কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
এরআগে, গত ২১ অক্টোবর ওই হোটেল থেকে একজন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বলে পুলিশ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর