শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল, আহত ১।

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ / ১৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা মহিলা দল। পুলিশি বাধা উপেক্ষা করে একটি মিছিল বের করেন তারা। এসময় মিছিলে একজন নারী পুলিশ সদস্য আহত হন।
রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের  নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। কেড়ে নেয়া হয় ব্যানার।
পরে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে  আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হন। মিছিলের এক পর্যায়ে একজন নারী পুলিশ সদস্য রাস্তায় পড়ে যায়।
নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদসদের মোতায়েন করা হয়।পরে বিএনপি’র নেত্রীরা কার্যালয়ের সামনেই ঘন্টা ব্যাপী কর্মসুচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর