সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী রায়হান গ্রেফতার

কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ / ১৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

মিজানুর রহমান (লাভলু) কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রায়হান আহমদ (২০) কে ২২ বোতল MC Dowell’s ব্রান্ডের ভারতীয় মদ সহ গ্রেফতার করে। থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল বৃহস্পতিবার বিকাল অনুমান ৩টার দিকে উপজেলার লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের অর্ন্তগত মঙ্গলপুর এলাকায় স্থানীয় লোকজনের তথ্য ও সহযোগিতায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় থানার এস আই রাম চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী রায়হান আহমদ কে গ্রেফতার করেন।জানা যায় উত্তর লক্ষিপ্রসাদ গ্রামের আনিসুল হক এর ছেলে রায়হান আহমদ।থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রায়হান আহমদ কে মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত রায়হান আহমদ এর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সিলেট জেলার বিজ্ঞ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনায় নিয়মিত ভাবে থানা পুলিশ অপরাধ দমন, ওয়ারেন্ট, পলাতক আসামীদের গ্রেফতার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে বলে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর