সোমবার, ০৫ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

গোদাগাড়ী সীমান্তের চর এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার।

রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ / ১০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

রবিউল ইসলাম,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী চর আশারাধারা ইউনিয়নের হুন মন্তনগর গ্রামের কুপ( নদীতে) জিরো পয়েন্টে বাংলাদেশের সীমানার মধ্যে দুই জনের লাশ উদ্ধার করেছে গোদাগাড়ী থানা পুলিশ।
উদ্ধারকৃতরা হলেন উপজেলার চরকা না পাড়া গ্রামের শুকুদ্দিনের ছেলে কাওসার আলী(১৭),একই এলাকার আতিকুল ইসলামের ছেলে মোশারফ ওরফে মোশা(১৮)।তারা দুজনেই কৃষি কাজ সহ রাজমিস্ত্রির কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার  ১৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে তারা ২ জনই ভারতে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল ।

শনিবার ২৩ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার সময় চর হুন মন্তনগর গ্রামের কুপ( নদীতে) জিরো পয়েন্ট বাংলাদেশের সীমানার মধ্যে ১০০/১৫০ গজ ভিতরে জেলেরা ২ ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান।

পরে তাদের আত্মীয় স্বজনকে খবর দিলে তাহারা নদী থেকে সেই লাশ উদ্ধার করিয়া তাদের বাড়িতে নিয়ে আসেন।
গোপন এবং প্রকাশ্যে অনুসন্ধান কালে এবং এলাকার লোকজনকে জিজ্ঞাসা জানা যায় গত মঙ্গলবার ১৯ ডিসেম্বর তারা ভারতে রাজমিস্ত্রির কাজ করার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত তাদের কোন খোঁজ খবর না পেয়ে তাদের অভিভাবকরা লোকমুখো জানতে পারেন তাদেরকে ভারতীয় বিএসএফ আটক করেছে। পরে তারা বাংলাদেশের চরকানাপাড়া বিজিবি ক্যাম্পে অভিযোগ করিলে বিজিবি ক্যাম্পের সদস্যরা পত্রালাপের মাধ‍্যমে বিএসএফ এর সহিত যোগাযোগের চেষ্টা করেন। দীর্ঘ সময় পরে বিএসএফ কর্তৃক তারা এই নামের কোন যুবক আটক করেন নাই বলিয়া জানান। ফলে তাদের আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করিতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার ২৩ ডিসেম্বর  সকাল ৮টার সময় চর হনুমন্তনগর গ্রামের কুপ (নদীতে) তাদের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। হয়তো তাহারা দুজনের চোরাইভাবে সাঁতার কাটিয়া ভারতে যাওয়ার সময় কুপ(নদীর) পানিতে ডুবিয়া মৃত্যুবরণ করিয়াছে ধারণা করা যায় ।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল মতিন গণমাধ্যমকে জানান চর আশারাদহ ইউনিয়নের হুন মন্তনগর গ্রামের কুপ( নদীতে) জিরো পয়েন্টের বাংলাদেশের সীমানার মধ্যে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।বিধি মোতাবেক সূরাতহাল প্রতিবেদন প্রস্তুত করার জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর