বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

হাফিজ উদ্দীন ৫ম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল-পীরগঞ্জ বাসীর গণসংবর্ধনা।

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ / ১০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল ) আসনে জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দীন আহমদ ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেয়া হয়েছ। সোমবার দুপুরে  পীরগঞ্জ উপজলা জাতীয় পার্টির আয়োজনে দলের অস্হায়ী কার্যালয়ে হাফিজউদ্দীনকেগন সংবর্ধনা দয়া হয়।
পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার জাতীয় পার্টি এবং রাণীশংকৈল  উপজেলা আওয়ামী লীগর নেতারা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা  জানান।
এসময় নব-নির্বাচিত সংসদ সদস্যসহ রাণীশংকৈল উপজলা আ-লীগের সভাপতি শহিদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম ও জাতীয় পার্টির অন্যান্য নেতারা বক্তব্য রাখন।
একইদিন সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলা আ,লীগের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা আয়োজন করা হয়। এতে উপজপলা আ,লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ-সভাপতি কসিরুল আলম ও শামিমুজ্জামান জুয়েল।
সভায় আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহোযাগী সংগঠনের নেতারা নব নির্বাচিত সাংসদকে ফুলের মালা দিয় সংবর্ধনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর