সোমবার, ০৫ মে ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

মাধবপুরে পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের  জেরে ভাইয়ের হাতে ভাই খুন।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ১২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ফার্মেসী ব্যবসায়ী সুভাষ পাল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারী) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এই নিহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানায়। খরব পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এস আই) দীন মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ ব‍্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, সুরতহাল রিপোর্ট তৈরীর জন্য ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সত্য ঘটনা উদঘাটনের তদন্ত চলছে শেষ হলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো খবর