সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ১৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ১২০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা’সহ কাজল মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাধবপুর পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত জিতু আহমেদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় গোপনে সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তুফা নেতৃত্ব উপপরিদর্শক মোঃ আব্দুল কাদের সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলার চেঙ্গার-বাজারের উত্তরে হবিবপুর গ্রামের মোঃ কাজল মিয়া বসতঘরে সুকৌশলে লুকিয়ে রাখা ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা সহ কাজল মিয়াকে গ্রেফতার করেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর