সোমবার, ০৫ মে ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় দুই মোটরসাইকেল চোর গ্রেফতার।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৩৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র অভিযানে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাগলা গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: রুবেল হোসেন।

র‌্যাব-১২ সদর কোম্পানি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন অঞ্চল  থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল চুরি করে পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ মানুষের কাছে অল্প দামে বিক্রয় করে দেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর