শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা।

কুড়িগ্রাম প্রতিনিধি / ১১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি সোমনারারায়ণ গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের মাতাম বইছে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোম-নারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশের সমাজ তান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানুষিক-ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। এসব টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুঃশ্চিতায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারনা স্থানীয়দের।

কুড়িগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের ধারনা এটি একটি আত্মহত্যার ঘটনা। তার পরেও আমরা তদন্তপূর্বক বিষয়টি বিশ্লেষণের পর আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর