বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

মাধবপুরে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সমর্থন পেল এরশাদ আলী।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ১৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এরশাদ আলী’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মার্চ) দুপুরে দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রেমদাময়ী গার্লস হাইস্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মোঃ এরশাদ আলী’র সমর্থনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহেদ খাঁন, সঞ্চালনায় করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব খাঁন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজু, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ধর্মঘর ইউপির চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সুজন রায়, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ জাবেদ,পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ একরামুল আলম লেবু, ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবেদ আলী,সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, নোয়াপাড়া ইউনিয়নের সভাপতি কামাল হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান খোকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউসার আহমেদ সুজন প্রমুখ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ এরশাদ আলী।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দরা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর