বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

মৌলভীবাজারে হিড এলাকার টিলায় আগুন-সাড়ে ৫ ঘন্টাপর নিয়ত্রনে।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ২৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: জালাল উদ্দিনঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের হিড বাংলাদেশ এর লেকের পাশের টিলায় লাগা আগুন প্রায় সাড়ে ৬ঘন্টাপর নিয়ত্রনে। পুঁড়ে গেছে ৬ একর জায়গার গাছ-গাছালী। নিয়ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। জায়গামত ফায়ার সার্ভিসের গাড়ি না যেতে পারায় আগুন নিয়ত্রনে দেরী হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
বুধবার ১৩ মার্চ ২০২৪ ইং, দুপুর ১ টার সময় কে বা কারা টিলায় আগুন লাগিয়ে দেয় বলে জানান হিডের এক কর্মকর্তা। তাৎক্ষনিক হিডের লোকেরা কমলগঞ্জ ফায়ার স্টেশনে খবর দিলে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিয়ত্রনে আনার চেষ্ঠা করে। পরবর্তীতে আগুন বাড়তে থাকলে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারাও এসে আগুন নিয়ত্রনে যোগ দেয়। তাদের সন্মিলিত চেষ্টায় আগুন নিয়ত্রনে আনে।
এ বিষয়ে, হিড বাংলাদেশ এর লিয়াজোঁ কর্মকর্তা নুর ই আলম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছয় একর জায়গার গাছ-গাছালি পুঁড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর