শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

মহিলা দলের সভাপতি হঠাৎ অসুস্থ্য-এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আমারজমিন ডেস্ক / ২১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

আমারজমিন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস হঠাৎ বাথরুমে ওজু করার সময় পরে গিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পরেছে।এ সময় তার পরিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় এদিন ভোরে ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে ওজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন। এতে তার ডান হাত ভেঙে যায়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা.শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর