শিরোনাম
বনগ্রাম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক আব্দুল্লাহ খিজির। সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে সৈয়দ গালিব এর মৃত্যু। তাহিরপুরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল । ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। মাধবপুর উপজেলা শ্রমিকলীগ নেতা সেলিম মিয়া গ্রেফতার। শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য”পুঠিয়ায় ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন। বিএমজিটিএ লক্ষীপুর জেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল। মাধবপুরে ডাকাতির চেষ্টার সময় এক ডাকাত দলের সদস্য গ্রেফতার। বিএনপি নেতা গফুর শাহ’র গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

সলঙ্গায় ফসলি জমির টপসয়েল কাটার মহাউৎসব-নির্বিকার স্থানীয় প্রকাশন।

শাহা রিয়া মর্শেদ,সলঙ্গা(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ১১২ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সলঙ্গা(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ইউনিয়ন ভূৃমি কর্মকতার চোখের সামনে পুকুর খননের মহাউৎসব চলছে।
এই ইউনিয়নে ছোট বড় প্রায় ৩০ টি ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন করে মাটি বিক্রি করছে মাটি ব্যবসায়ীরা।

ছাত্রলীগ থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ কৃষক ও স্থানীয় সচেতন মহল।

মাঝে মাঝে ইউনিয়ন ভূমি অফিস ও থানা থেকে লোক গিয়ে ভেকু মেশিনের চাবি নিয়ে গেলেও – শেষমেষ মোটা অংকের টাকায় আবার চাবি চলে আসে গাড়িতে।দিনভর কোন সারাশব্দ না থাকলেও রাতভর সক্রিয় হয়ে ওঠে আঞ্চলিক সড়ক ও মাটির পয়েন্টগুলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুপিল ইউনিয়নের মালতীনগর এলাকায় ইয়াসিন সাইফুল আলী তার বাড়ির পাশেই প্রায় ১০ বিঘা আয়তনের পুকুরে ভেকু মেশিন ও কুত্তা গাড়ি দিয়ে মাটি কেটে বিভিন্ন ইঠ ভাটায় বিক্রি করছে।

এছারা একই এলাকায় ছোট বড় সব মিলিয়ে প্রায় ২০ টির ও বেশি পুকুর খনন চলছে। এসব পুকুর কাটা হয় গভীর রাতে দিনের বেলায় পাওয়া যায় না কাউ কেই৷ । শুধু পাওয়া যায় রাতভর মাটি কাটার চিহৃ। ভেকু মেশিন পাওয়া যায় পুকুরে পারের বাড়িতে ।

এছাড়া ঝাউল এলাকায় ছাত্রলীগ নেতা রিপনের ৫ বিঘা আয়তনের পুকুর খনন চলেছে।আলামিন নামের একজনের প্রায় ২০ বিঘা সহ ছোট বড় প্রায় ১৫ টির মত পুকুর খনন চলছে।হায়দার আলীর ছোট বড় প্রায় ৫ টি মত।

স্থানীয়রা জানান, পুকুর খননের কারনে আঞ্চলিক সড়কগুলোর নাজেহাল অবস্থা মাজে মাঝে ভূমি অফিসের নায়েবের লোকজন ভেকু মেশিনের চাবি নিয়ে গেলেও থামেনা পুকুর খনন। মোটা পেটির বিনিময়ে আবার চাবি চলে আসে গাড়িতে। থানা থেকেও মাজে মাঝে মাঝে চাবি নিয়ে গেলেও একই অবস্থা।

যারা পুকুর খনন করে তারা প্রভাবশালী হওয়ায় থামেছেই না পুকুর খননের কাজ।সেই সাথে স্তানীয় সচেতন মহল অবৈধ পুকুর খনন বন্ধে প্রসাশনের জোরালো ভূমিকা রাখারও দাবি জানান।

পুকুর খননের বিষয়ে ছাত্রলীগ নেতা রিপন মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সবাই যে ভাবে কাটে আমিও সেই ভাবেই কাটছি, একসময় এসে দেখা করেবেন ।

সাইফুল ইসলাম জানান, আমি ঘোড়া মার্কার চেয়ারম্যান আমি পুকুর খনন করছি আপনেরা পত্রিকায় আমার ছবি দিয়েন নিউজ কইরেন।

এ বিষয়ে জানতে, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

এ ব্যাপারে ধুবিল ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মুনসূর আলী জানান, আমরা খবর পেলে চাবি নিয়ে উপজেলায় জমা দিয়েছি,কেউ যদি চাবি নিয়ে দেওয়ার কথা বলে সেটা মিথ্যা,কোথাও কোন অভিযোগ থাকলে বলেন, আমি লোক পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।

রায়গঞ্জ উপজেলার এসিল্যান্ড তানজিল পারভেজের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেন নাই।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, এ ভাবে ঐ এলাকায় পুকুর খনন হচ্ছে বিষয়টি জানতাম না- আজ জানলাম অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে ভূমি অফিসের কেউ সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকবাসী, সাধারণ কৃষক ও সচেতন মহলের এখন একটিই ভাবনা, এভাবেই কি চলবে ফসলি জমির টপসয়েল কাটা ও মাটি ব্যবসায়িদের দৌড়াত্ব!এদের লাগাম টানবে কে? নাকি মোটা পেটির গন্ধে নিশ্চুপ হয়ে থাকবে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর