বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

গোয়ালন্দ ফাউন্ডেশন’র উদ্যোগে শতাধিক পরিবার পেলো ঈদ উপহার সামগ্রী।

মইনুল হক মৃধা,রাজবাড়ী প্রতিনিধিঃ / ১৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

রাজবাড়ী প্রতিনিধিঃ

“ঈদ হোক সবার” এই প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ” “গোয়ালন্দ ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও ১৮ রোজা থেকে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করা শুরু করেছে।

জানা যায়, গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা ১৮ রোজা থেকে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করে এই কার্যক্রম চলবে চাঁদ রাত পর্যন্ত। শতাধিক অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে দেয়া হচ্ছে এ ঈদ উপহার সামগ্রী। গোয়ালন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকেরা নিজ উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী অসহায় দরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে।

ঈদ উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুড়া দুধ, ১ পিছ  সাবান।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে গোয়ালন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আশরাফুল আলম বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগী করতেই গোয়ালন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা গোয়ালন্দ উপজেলার মধ্যে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অসহায়, দরিদ্রদের চিহ্নিত করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গোয়ালন্দ ফাউন্ডেশনের আরেক স্বেচ্ছাসেবক শোয়েব হাসান বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিচ্ছি আমরা। গোয়ালন্দের মানবিক মানুষের আর্থিক সহযোগীতায় এই ঈদ উপহার গুলো আমরা অসহায় মানুষের মাঝে বিতরন করতে পারছি।

ঈদ উপহার সামগ্রী পেয়ে পরিবারগুলো  সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর