শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুণ্ঠিত মালামাল সহ দুই যুবক আটক। 

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ১৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ 
হবিগঞ্জের মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুন্ঠিত মালামাল সহ দুইজন ছিনতাইকারী যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের ডাক্তার বাড়ি গেইট রাস্তা উপর হতে শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় স্থানীয় লোকজন সহযোগিতা মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ বাছির মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (২৩), ও একই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে
মোঃ উজ্জ্বল মিয়া (২০) কে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ ছিনতাইকারী পালিয়ে যায়।
এ সময় আটককৃতদের তল্লাশি করে একটি সুইচ গিয়ার (চাকু)  ও লুণ্ঠিত নগদ ১ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার হওয়া ছুরি ও মালামাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে  ৪/৫ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০১৯ এর মামলা (১১) রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পলাতক ২ জন আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর