বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

ছাগলে মসজিদের আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত-১।

রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ / ৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহী গোদাগাড়ীতে ছাগলে স্থানীয় মসজিদের আম গাছের চারা – পাতা খাওয়া কেন্দ্র করে,১৫ এপ্রিল সোমবার বিকেল ৩ টার সময় দিগরাম ঘুন্টিঘর এলাকায় মোঃ সাদেকুলের ছাগলে স্থানীয় মসজিদের আম গাছের পাতা খায়। ওই দিন সন্ধ্যা পণে টার সময় মসজিদ কমিটির সভাপতি সাবেক মেম্বর নিজাম উদ্দিন, সাদেকুলকে ডেকে তার ছাগল মসজিদের আমগাছের পাতা খাওয়ার বিষয়ে বললে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কিছুক্ষন পর ঘটনাস্থলে আরিফুল ইসলাম,জামাল হোসেন,মজিবর হোসেনসহ আরো অনেকে লাঠিসোটাসহ উপস্থিত হয়ে পূর্বের বিষয় নিয়ে মসজিদ কমিটির সভাপতির সাথে তর্ক বিতর্ক শুরু করেন।

এসময় মোঃ রুহুল আমিন(৪২) দিগরাম ঘুন্টিঘর সভাপতির পক্ষ নিয়ে কথা বললে তার উপর চড়াও হয় এবং বাঁশের লাঠি, ইট দিয়ে সংঘর্ষ শুরু হয়। তাকে রক্ষার জন্য হাজরাপুর গ্রামের মোঃ নাজিরুল ইসলাম আগাইয়া আসলে তাকেও মারপিট করে জখম করে। এক পর্যায়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নাজিরুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যায়।

এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন এই ঘটনায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যান্য আসামিদের গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর