মৌলভীবাজার জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার উপজেলার একসাথে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান।
জেলা জামায়াতের আয়োজনে শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ ইং, বিকাল তিনটা থেকে শুরু করেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ সময় মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় এতে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা, সহযোগী সদস্য ও কর্মীরা একসাথে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী। এর আগে সহিহ কুরআন অনুশীলন বিষয়ক আলোচনা রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সংগঠনের প্রোগ্রাম বাস্তবায়ন ও পরিচালনা পদ্ধতি বিষয়ক আলোচনা রাখেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী।
Post Views: 112