শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় অটো চালককে হত্যা-২ ছিনতাইকারী গ্রেফতার।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোবাইক চালক বাচ্চু মিয়া(৩৫)কে হত্যার পর বাইকটি ছিনতাই করেছে দূর্বৃত্তরা।এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

নিহত চালক উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের আফসার আলীর ছেলে।

জানা যায় রোববার রাতে মধুপুর করবস্থানের পাশের পুকুর থেকে হাত ও মুখ বাঁধাবস্থায় নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।পরে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোবাইকটি উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু মিয়ার পারিবারিক সূত্রে জানা যায় রোববার বিকেলে অটোবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত গভীর হওয়ার পরেও সে বাড়ি না ফেরায় মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।পরে পরিবারের সবাই রাতের অন্ধকারে খুঁজতে বের হয়। প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারে মধুপুর কবরস্থানের পাশের পুকুরে বাচ্চুর লাশ পরে আছে।এমন সংবাদের ভিত্তিতে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চুর লাশ দেখার পর পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান নিহত যুবকের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা হত্যার বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।তাদের তথ্য অনুযায়ী চিনতাই করা অটোবাইকটি উদ্ধার করা হয়েছে।এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর