শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

বিলালের রহমান,জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধিঃ / ১১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধি

একটি মেধাবী রাষ্ট্র বিনিমার্ণ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠায় ও নারী শিক্ষা উন্নয়নের কোন বিকল্প নেই। একটি সমাজ-কে এগিয়ে নিতে হলে নারী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নারী সমাজ শিক্ষিত হলে একটি জাতি অনেক এগিয়ে যাবে। জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার চতুল অঞ্চলে পিছিয়ে পড়া নারী শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করে আসছে হারুন মারইয়াম শিকদার গার্লস একাডেমি। অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডা: হারুনুর রশীদ শিকদার তিনি ব্যক্তিগত উদ্যাগে এই নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। জৈন্তাপুর উপজেলার (চতুল) এলাকায় অবস্থিত হারুন মারইয়াম শিকদার গার্লস একাডেমির। ডা: হারুনুর রশীদ শিকদার এই একাডেমির তিনি একজন পরিচালক। ডা: হারুনুর রশীদ স্কুল পরিচালনার পাশাপাশি তিনি মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতি বছর অত্র অঞ্চলে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকেন। মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট চলিত বছর ২য় মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে।
৬ ডিসেম্বর-২০২৪ খ্রি: শুক্রবার সকাল ১০টায় হারুন মারইয়াম শিকদার গার্লস একাডেমি’তে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার অন্তত ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১শত ৫০ জন ছাত্র-ছাত্রী (পঞ্চম ও অষ্টম) শ্রেনীর একঝাক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চতুল মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কানাইঘাট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, খরিলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির আহমদ, চতুল আমিনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউট’র সুপারিনটেন্ডেন্ট হেলাল আহমদ, কানাইঘাট উপজেলা খাদ্য পরিদর্শক, কামেন্দ্র রঞ্জন চক্রবর্তী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবিরড় খান, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, সাবেক ছাত্রনেতা মো: কুতুব উদ্দিন, কানাইঘাট টিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল সায়েম, ভিত্রিখেল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো: আম্বিয়া, ছাতারখাই মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিজ ফখরুল ইসলাম, দরবস্ত বিএম ল্যাব স্কুলের পরিচালক রাসেল মাহফুজ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ ।
এদিকে অত্যান্ত সুন্দর মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষার শৃঙ্খলা দেখে পরিদর্শক বৃন্দ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট-এর চেয়ারম্যান-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া সচিব,পরীক্ষা নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেছেন।
বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সহ সকল প্রকার পদ্ধতি দেখে সকলেই প্রশংসা করেন। অতিথি বৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট-এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর