বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামীকে গ্রেফতার।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড মারার অভিযোগ ঢাকা থেকে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো: সোহেল রানা’র নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার কমলাপুর এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এসিড নিক্ষেপ মামলার আসামি কুদ্দুস আলী খোকন (৪০) কে গ্রেফতার করেন। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের আব্বাস আলীর পুত্র।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গত ১ লা ডিসেম্বর কুদ্দুস আলী তার দ্বিতীয় স্ত্রী মোছা: শিউলি আক্তার (২৫) কে এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরদিন শিউলি আক্তার বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের  করেন। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ টি মামলাসহ আরও অনেক মামলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর