রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ১২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে ছাত্র আন্দোলনের সাবেক-বর্তমান শহর ও জেলা দায়িত্বশীলদের (ভ্রাতৃশিবির) নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ১৬ মার্চ ২০২৫ইং, (১৫ রামাদ্বান) মৌলভীবাজার শহরের সিলেট (শেরপুর) রোডস্থ কুসুমবাগ একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে (সাবেক জেলা, মহানগরী ও কেন্দ্রীয় কাপ সদস্য) জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী’র সভাপতিত্বে ও (সাবেক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল) জেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামির আলী’র সভা সঞ্চালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন-মাওলানা হারুনুর রশীদ তালুকদার (সাবেক জেলা সভাপতি), আজিজ আহমেদ কিবরিয়া (সাবেক জেলা সভাপতি), সৈয়দ তারেকুল হামিদ (সাবেক শিবির দায়িত্বশীল), আলাউদ্দিন শাহ (সাবেক শিবির দায়িত্বশীল), মাওলানা আব্দুল হক (প্রিন্সিপাল, জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা, মৌলভীবাজার), আব্দুল কুদ্দুস নোমান (সাবেক কেন্দ্রীয় বিভাগীয় সদস্য), হাফেজ তাজুল ইসলাম (সাবেক হবিগঞ্জ, জেলা এবং শহর সভাপতি), ফখরুল ইসলাম (সাবেক শহর সভাপতি), আব্দুল্লাহ আল মাহফুজ সুমন (সাবেক জেলা সভাপতি), আব্দুল মুমিত (সাবেক জেলা ও শহর সভাপতি), আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ (সাবেক শহর সভাপতি), এডভোকেট কামরুল ইসলাম (সাবেক জেলা সভাপতি), আব্দুল্লাহ আল মামুন সুরমান (সাবেক শহর সভাপতি), মিসবাউল হাসান (সাবেক শহর সভাপতি), তৌহিদুল ইসলাম রুমি (সাবেক পিরজপুর জেলা সভাপতি), মোহাম্মদ আলাউদ্দীন (সাবেক জেলা সভাপতি), তারেকুল ইসলাম (সাবেক হবিগঞ্জ ও শহর সভাপতি), আশরাফুল ইসলাম (সাবেক শহর সভাপতি), আব্দুস সামাদ (সাবেক জেলা সভাপতি), জিল্লুর রহমান (সাবেক শহর সভাপতি), হাফেজ আলম হোসাইন (সাবেক জেলা সভাপতি), তারেক আজিজ(বর্তমান শহর সভাপতি), নিজাম উদ্দিন (বর্তমান জেলা সভাপতি)-সহ শহর এবং জেলা শাখা’র সেক্রেটারিয়েট ও গুরুত্বপূর্ণ বর্তমান শিবিরের দায়িত্বশীল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর