উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইসরাত জাহান(১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ইসরাত এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী ও বড়হর ইউনিয়নের গুয়াগাঁতী গ্রামের মোঃ আসলাম হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কলেজ ছুটির পর অটোভ্যান যোগে ইশরাতসহ তিন বান্ধবী বাড়ি ফেরার পথে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া কবরস্থান সংলগ্ন এলাকায় অটোভ্যান উল্টে যায়। এ ঘটনায় অন্য শিক্ষার্থীরা সামান্য আঘাত পায় কিন্তু ইসরাত গুরুতর আহত হয়।গুরুতর আহত ইসরাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রাতে হাসপাতালে ইসরাতের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেন এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এ সময় তিনি ইসরাত আমার কলেজের একজন মেধাবী ছাত্রী এবং স্কুলের ভালো রোভার ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।কলেজে তার বেশ সুনাম ছিল। সোমবার কলেজ প্রাঙ্গণে শোকসভার আয়োজন করা হয়েছে।