সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

বাঘায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীর অর্থদণ্ড।

রিপোটারের / ৩৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন ব্যবসায়ীর ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবার(১৭ নভেম্বর) সকালে উপজেলা সদরে বাঘা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা এ অর্থদন্ড প্রদান  করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওজনে কম দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করা অপরাধে দুটি মিষ্টির দোকানে একটিতে ১০হাজার ও আর একটিতে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ্অপরদিকে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে পন্য আমদানি, নকল প্রসাধনী সামগ্রী বিক্রী এবং মেয়াদ উর্নি প্রসাধনী বিক্রীর দায়ে তিনটি কসমেটিকসের একটি দোকানে ১০ হাজার ও দুটি দোকানে ৫ হাজার করে  অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্য দোকানদাররা সকটে পড়েন।
তারা আরো বলেন, যখন বাজারে ভ্রাম্যমান আদালতের গাড়ী আসে তখন মিনিটের মধ্যে সকল ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে লুকিয়ে পড়েন। যা আজকেও  লক্ষ করা গেছে। এতে করে প্রমানিত হয়,ব্যবসায়ীদের দুর্বলতা রয়েছে। তাই তারা ভ্রাম্যমান আদালতের গাড়ি দেখে পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর