সোমবার, ১২ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১ কোটি টাকা মূল্যের অবৈধ কাপড় জব্দ।

রিপোটারের / ৩৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় কোস্টগার্ডের অভিযানে এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশী কাপড় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে ১৭ নভেম্বর দুপুর দেড়টা পর্যন্ত মোংলার হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান’র সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়।

ওই সময় অভিযানকারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা এক কোটি পনের হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশী ৮শ ৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা ও ১শ পিস চাদর জব্দ করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, উদ্ধারকৃত মালামাল বুধবার রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর