শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

উলিপুরে ডাম্পিং স্টেশন নির্মাণে দখলকৃত জমির মালিকদের টাকার চেক বিতরণ। 

রিপোটারের / ৩৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

রোকন মিয়া,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুর পৌরসভার আবর্জনা ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত তিন একর জমি হুকুম দখলের কাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে কুড়িগ্রামের জেলা প্রশাসক রেজাউল করিম হুকুম দখলকৃত জমির ক্ষতিপূরণ বাবদ ৯১লাখ ৬২ হাজার ৯৪২ টাকার চেক ১১ জন জমির মালিকের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল,এল.এ. ও গোলাম ফেরদৌস, অতিরিক্ত ভূমি কর্মকর্তা আ.ন.ম জাহিদুল ইসলাম,কানুনগো জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নাওডাঙ্গা মৌজায় হুকুম দখলকৃত তিন একর জমির উপর আধুনিক প্রযুক্তিনির্ভর আবর্জনা ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। এতে আর্থিক সহায়তা দিচ্ছেন দাতা সংস্থা জাইকা। ডাম্পিং স্টেশন টি নির্মাণ হলে উলিপুর পৌরসভার আবর্জনা নিক্ষেপ করার একটি নির্দিষ্ট স্থান তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর