শনিবার, ০৩ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

বেলকুচিতে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

রিপোটারের / ২১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জ বেলকুচিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজাশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আবু হানিফ, উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী, মনিটরিং অফিসার মাঈম হাসান প্রমূখ। এই প্রশিক্ষণে উপজেলার ৯০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়।

প্রশিক্ষণার্থীদের রবি মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। নিরাপদ ও উচ্চমূল্য ফসল এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বসতবাড়িতে বিষমুক্ত শাক সবজি চাষাবাদ করার কৌশল সম্পকে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর