বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

পুলিশের কাছ থেকে আসামি পলায়নের ঘটনায় কোতোয়ালি থানার ৩ পুলিশ বরখাস্ত।

রিপোটারের / ১৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে আসামি পালিয়ে যাওয়ায় কোতোয়ালি থানার দুই কনস্টেবল ও এক উপ-পরিদর্শক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (০৬ ডিসেম্বার) দুপুরে মাদক মামলার এক আসামি তাঁদের হেফাজতে থাকাকালীন আদালত চত্বর থেকে পালিয়ে যায়।
বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্য হলেন- কনস্টেবল শাহাদাত, কনস্টেবল নজরুল ও উপ-পরিদর্শক (এসআই) মিতু খানম। এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বলেন, পুলিশ হেফাজতে আসামি পালিয়ে যাওয়া তাঁদের তিনজনকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আমিনুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোজাহিদ এবং ওসি নিজামউদ্দীনকে রাখা হয়েছে।
জানা যায়, আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আবুল কালাম নামে এক আসামিক থেকে ১ হাজার ৫০ ইয়াবাসহ কোতোয়ালী থানার কদমতলী মোড়ের উত্তর পাশ থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। ওই আসামিকে দুপুরের দিকে আদালতে নেয়া হলে কোন এক ফাঁকে আসামি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামি কালামকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর