বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে নিঃস্ব ভ্যানচালক।

রিপোটারের / ১৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলমগীর নামের এক ভ্যানচালকের বাড়ি পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গবাদিপশুসহ বাড়ির আসবাব পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

বুধবার রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে ওই ভ্যানচালক বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল্লাহ বলেন, ‘আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। গভীর রাতে আমরা পৌঁছানোর আগেই সব পুড়ে গেছে।’

ভ্যানচালক আলমগীরের স্ত্রী নুরবানু বেগম ও স্থানীয়রা জানান, গভীর রাতে ভ্যানচালক আলমগীরের টিনের ঘরে কে বা কারা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিলে দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। ৫ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে যায়। এতে ১টি গরু,২টি ছাগলসহ পরিবারটি ৪টি ঘর,২টি রান্না ঘর ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। ভ্যান গাড়াটি ছাড়া কোনো কিছুই রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর