শনিবার, ০৩ মে ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজন বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন।

রিপোটারের / ২০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

ওসমানীনগর প্রতিনিধি: বাঙালি জাতির উৎসব,আমেজ আর হাজার বছরের বীরত্বেরের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে সিলেটের ওসমানীনগরে খাদিমপুর নছিব উল্যা বহুমুখি উচ্চ বিদ্যালয়ে র‌্যালী,সভাসহ আয়োজন করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠানে।বৃহস্পতিবার সকালে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল সবুজের বর্ণিল সাজে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত শহিদ মিনারে পু®পস্থাপক অর্পন করেন বিদ্যালয় পরিচালনা কমিটি,শিক্ষক-শিক্ষার্থীসহঅভিবাবকরা।পরবর্তীতে বিজয় র‌্যালী শেষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আহমদ সায়মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উমরপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি ছিলেন,সাবেক চেয়ারম্যান চেরাগ আলী,দেমাসাধ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সামছু মিয়া লয়লুছ।বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সাবেক শিক্ষক নছির আলী,প্রবীন শালিস ব্যক্তিত্ব মো: আওলাদ আলী,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ছইল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরফ উদ্দিন,সহকারী শিক্ষক শরিফ কবির, যুবলীগ নেতা আজিজুর রহমান নানু প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আওলাদ আলীর পরিচালনায় সভায় বক্তরা বলেন,ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশে^র মানচিত্রে স্থান করে নেয়া আজকের এই বাংলাদেশ।১৯৭১ সালে বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বের ফলে আজ বাংলার আকাশে উড়েছে লাল সবুজের পতাকা।জাতীর সেই বীর সন্তানদের স্বরনের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ লাখ লাখ শহিদদের আত্মত্যাগের বিষয়গুলো জানাতে হবে।মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের বাস্থবায়নে আজকের শিক্ষার্থীদের দেশ প্রেমে অনুপ্রানিত করে দক্ষ সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহব্বান জানান তারা। সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান শেষে অনুষ্টিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব আহমদ এনাম এবং গীতাপাঠ করেন শিক্ষক সুদিপ্ত কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার ও তানজিলা আক্তার। দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালানা কমিটির সদস্য,শিক্ষক-শিক্ষার্থী,অভিবাবকসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর