শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

সিলেটের নবাগত সিভিল সার্জন ডাঃ শাহরিয়ার ওসমানীনগরে সংবর্ধিত।

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ২০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার সিলেট সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি পাওয়ায় স্থানীয়দের উদ্যোগে সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিকের সার্বিক আয়োজনে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাজপুর কদমতলাস্থ হাসপাতাল রোড এলাকায় অনুষ্টিত সভায় নবাগত সিভিল সার্জন ডাঃ এস এম শাহরিয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয়রা।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে কেক কেটে সংবর্ধিত করার পাশাপাশি এলাকার স্বাস্থ্য সেবার উন্নয়নে অক্লন্ত প্রচেষ্টার জন্য ডাঃ এস এম শাহরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ব্যাক্তিবর্গরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মামুন আহমদ,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শিকা ছবি রানী রায়,প্রেসক্লাবের প্রচার সম্পাদক রনিক পাল, ব্যবসায়ী রফিকূল ইসলাম,অপু দেব,মিজানুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডাঃএস এম শাহরিয়ার বলেন,দীর্ঘদিন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালনকালে সরকারের সকল নির্দেশানার বাস্থবায়নের পাশাপাশি সবার সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করেছি। এখানে থাকাবস্থায় স্বাস্থ্য বিভাগের কাজের বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছিল করোনাভাইরাস প্রতিরোধ।

এরপরও সবার সার্বিক সহযোগিতায় করোনা মোকাবেলার মাধ্যমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুই উপজেলার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতে সব রখমের প্রচেষ্ঠা অব্যাহত রেখেছি।স্বাস্থ্য বিভাগের উন্নতিকল্পে সরকারের সকল উদ্যোগ বাস্থবায়নে সকলের সহযোগীতা অব্যাহত রাখার আহব্বান জানিয়ে দোয়া কামনা ও সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসংঙ্গত,ডাঃ এস এম শাহরিয়ার ২০১৮ সালের ২৩ জুলাই বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। বিগত প্রায় ৪ বছর দুই উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালনের পর গত ৪ জানুয়ারী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে সিলেটের সিভিল সার্জন (চলতি দ্বায়িত্ব) হিসাবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় শনিবার বালাগঞ্জ উপজেলায় শেষ কার্র্যদিবস সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর