শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকা লোভী চিকিৎসক মোবারকের কাণ্ড।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ৩২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

লক্ষ্মীপুর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে বহিরাগত ডাক্তার এনে সিজার করাসহ নানা অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্থার স্বীকার হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

রোববার (১৬ জানুয়ারি) সকালে একজন প্রসূতির সঙ্গে অনিয়মের অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায় ৫০ শয্যা বিশিষ্ট রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সেখানে গিয়ে দেখা যায়, রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোবারক হোসেন কারো অনুমতি না নিয়েই নিজের স্ত্রী (বহিরাগত ডাক্তার) ও বহিরাগত কামাল (সহযোগী) নামে দুই-তিনজনকে নিয়ে গর্ভবতী রোগীদের সিজার কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টি নিয়ে সেই ডাক্তারের নিকট জানতে চাইলে সে সাংবাদিকদের সন্ত্রাসী বলে হুমকি প্রদানসহ ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে ওটির সামনে থেকে তাড়িয়ে দেয়।

বিষয়টি নিয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম বলেন, আমরা বসে বিষয়টি সমাধান করে দেব। সংবাদ প্রচারের প্রয়োজন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর