শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে ছয় রেস্টোরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা।

মোঃ আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ / ১৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সরকার ঘোষিত বিধিনিষেধ না মানা,টিকা সনদ না দেখে গ্রাহকদের খাবার পরিবেশন করায় চট্টগ্রামে ছয় রেস্টোরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি২২) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানের নেতৃত্ব দেন। একই অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় এক ক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
চসিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিৎজা হাটকে ৩ হাজার, দিগামবিয়া ফুডকে ২ হাজার, জামান মেজবানি রেস্টুরেন্টকে ৩ হাজার,  হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার ও লবিয়ত রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় গ্রাহকদের টিকা সনদ ও মাস্ক পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর