রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

অস্ত্র মামলায় উল্লাপাড়ার জাহিদুলকে ১৭ বছরের কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক। / ৩৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের বিশেষ ট্রাইবুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমানের আদালত রোববার বিকেলে অস্ত্র মামলায় জাহিদুল ইসলাম নামের এক যুবককে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চরমোহনপুর দাস পাড়া গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে। সে পলাতক রয়েছে।

বিশেষ ট্রাইব্যুনালের এপিপি নাজমুল হুদা মোঃ ইব্রাহীম খলিল ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়,গত ২০১৮ সালের ২ রা সেপ্টেম্বর সিরাজগঞ্জ র‍্যাব-১২’র সদস্যরা উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চরমোহনপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ সময় তার বসতবাড়ি থেকে বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ জাহিদুল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব-১২’র সদস্যরা।

এই ঘটনায় র‍্যাবের ডিএডি দিলীপ কুমার বিশ্বাস বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রজু করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে দুটি ধারায় জাহিদুল ইসলামকে ১৭ বছরের সস্রোম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিশেষ ট্রাইবুনাল-৬’র বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর