ডিমলায় অফিস আছে কর্মকর্তা কর্মচারী নেই গেটে ঝুলছে তালা উড়ছে পতাকা।
নীলফামারীর ডিমলা উপজেলার ৪নং খগাখড়িড়ী ইউনিয়নের ভূমি অফিসের বেহাল অবস্থা।৭ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩টায় সরে জমিনে দেখা যায় কর্মকর্তা-কর্মচারী শুন্য ইউনিয়ন ভূমি অফিস আছে কর্মকর্তা-কর্মচারী নেই তবুও সকাল থেকে উড়ছে পতাকা গেটে ঝুলানো তালা ।
অত্র এলাকার একজন অজ্ঞাত মহিলা জানান আমার কাছে অফিসের একটি চাবী দিয়েছে আমি মাঝেমাঝে খুলে ঝাড় দেই।
এসময় ভুক্তভোগী সাইদুল ইসলাম জানান আমি ইউনিয়ন ভূমি অফিসে এসেছি জমির ফাইনাল তুলতে কিন্তু এসে দেখি অফিস বন্ধ আমাদের খুব কষ্ট হচ্ছে।
কয়েকজন এসেছে অফিস বন্ধ দেখে চলে গেছে। ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দিয়ে অফিস পরিচালনা করায় জনসাধারনের দূর্ভোগের সীমা নেই।