শনিবার, ০৩ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নিত্য পণ্যে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য নিয়ন্ত্রক বাজার মনিটরিং।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ৪১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারে নিত্য পণ্যে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য নিয়ন্ত্রক বাজার মনিটরিং।


দ্রব্যমূল্য উর্ধ্বগতি রোধে এবং নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখার জ্ন্যে মৌলভীবাজারে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) শহরের পশ্চিম বাজারে বিভিন্ন দোকানে এ কার্যক্রম পরিচালনা  করা হয়।  জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোখলেছুর রহমান, সহকারী কমিশনার, উর্মি রায়, জেলা মার্কেটিং অফিসার ও খাদ্য বিভাগীয় অন্যান্য কর্মকর্তাবৃন্দ এতে অংশ গ্রহন করেন। পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের দোকান ও গুদাম ঘরে রক্ষিত চালের মজুতের পরিমাণ যাচাই করা হয় এবং ব্যবসায়ীগণ যাতে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত মজুত না করে সে বিষয়ে ব্যবসায়ীগণকে সর্তক করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোখলেছুর রহমান জানান, দেশে যথেষ্ট পরিমাণ ফসল উৎপাদন হয়েছে এবং ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে এবং বাজারে দ্রব্যমূল্যের গতি সহনীয়না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।

জানা যায়, জেলার সকল উপজেলা পর্যায়ে বাজারগুলোতে খাদ্য বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে এ ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের বাজার অস্থিতিশীলতার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর