বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

মাধবপুরে একই কমস্থলে ১০’বছর বদলি হলেও বহাল তবিয়তে সার্ভেয়ার সোহেল।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ১৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

মাধবপুরে একই কমস্থলে ১০’বছর বদলি হলেও বহাল তবিয়তে সার্ভেয়ার সোহেল।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রকৌশলী (এলজিইডি) অফিসের সুহেল রানা নামে ১ সার্ভেয়ার ১০বছর ধরে একই কমস্থলে থাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তা ছাড়াও দীর্ঘদিন এক কর্মস্থলে থাকায় স্থানীয়ভাবে বিরোধী রাজনীতির সাথে জড়িয়ে পড়ার অভিযোগও উঠেছে এই সার্ভেয়ার কর্মচারীর বিরুদ্ধে।

সূত্রে জানা যায়, মাধবপুর প্রকৌশলী এলজিইডি অফিসের এই সার্ভেয়ার কর্মচারীর হাত-নাকি অনেক লম্বা, রয়েছে তার একটি শক্তিশালী জেক বাহিনী । তা না হলে একই কর্মস্থলে ১০বছর থাকা সম্ভব হতো না বলে জানায়।
সরকারি কর্মচারীদের ৩ বছর অন্তর অন্তর বদলির বিধান রয়েছে । যেখানে প্রতিকুল পরিস্থিতিতে ২ বছর পরও বদলির কথা বলা হয়েছে । কিন্তু বাস্তবতার ভিন্ন চিত্র দেখা যায় এই সার্ভেয়ার কর্মচারীর  ক্ষেত্রে।
এ বিষয়ে সার্ভেয়ার সুহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমি মাধবপুর এলজিইডি অফিসে ১০বছর যাবত কর্মরত আছি সত্য ।
দুই বছর আগে এই কর্মস্থল থেকে আমাকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ বদলি করা হয়েছিল কিন্তু লোকবল সংকট থাকায় আমাকে বিদায় জানানো হয় নাই।  হবিগঞ্জ জেলার প্রকৌশলি আব্দুল বাছির এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সার্ভেয়ার সোহেল রানা মাধবপুরে ১০বছর একই কর্মস্থলে রয়েছে বিষয়টি আমার জানা নেই তবে বদলি হয়েছিল নতুন কর্মস্থলে যোগদান করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর