সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

মাধবপুরে ১০’জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ১৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

মাধবপুরে ১০’জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলার বিভিন্ন এলাকায় হতে গতকাল রাতে ওয়ারেন্ট ভুক্ত ১০জন পলাতক আসামী ও নিয়মিত মামলার একজনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো ১.মোঃ নূর আলী(৪৬),২.কবির মিয়া(২৪), ৩.আল-আমিন(২৭),৪.আমির আলী(৪১), ৫.সোহরাব(৫২),৬.মনা মিয়া(৩৫),৬.নূর মিয়া(২৯),৭.মিজান মিয়া(৩৪),৮.ফরিদ মিয়া(৫১), ৯.হুমায়ুন মিয়া(৩৫),১০.আক্তার মিয়া(২২),১১.পারভিন আক্তার(২৪) উল্লেখীত আসামিগণ মাধবপুর উপজেলার স্থানীয় বাসিন্দা।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান শনিবার (৫’মার্চ) দুপুরে গ্রেফতার কৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর