রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

বাগমারায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক।

মোঃ শাহিন,রাজশাহী থেকোঃ / ২৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২

বাগমারায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক।


আদালতের নির্দেশ অমান্য করে রাজশাহীর বাগমারায় রাতদিন চলছে ফসলি জমিতে পুকুর খননের কাজ। এই উপজেলা কৃষি নির্ভরশীল হওয়ায় এসব অবৈধ পুকুর খননের জন্যে বিপাকে পড়ছেন এলাকার কৃষক ও খেটে খাওয়া দিনমজুরা।

তাই দ্রুত এসব অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে কর্মহীন হয়ে পড়বে শতশত কৃষক। এসব অবৈধ পুকুর খনন হচ্ছে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা খরাদি পাড়ার বিলে, তেলীপুকুর বাগবাজার মোড়ের পাশের বিলে ও শুভডাংগার বানাইপুর বিলে, চলছে অবৈধ পুকুর খননের কাজ।

বাগমারা উপজেলায় অবৈধ পুকুর খনন বন্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীট পিটিশন নং ৪৩৫৩/২০১৭ এর আদেশ বহাল থাকা সত্ত্বেও নির্বিঘ্নে চলছে আবাদী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন। আদেশে পরিস্কার ভাবে পুকুর খনন বন্ধে নিয়মিত মোবাইল কোট পরিচালনার নিদর্শনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিবাদী গনকে। কিন্তু হাইকোর্ট বিভাগের আদেশ যথাযথ বাস্তবায়ন করা হচছে না। এসব অবৈধ পুকুর খননের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দ্রুত এসব অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকুর খননের বিষয়ে জমির মালিক স্থানীয় থানায় মামলা করলে তখন ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর