বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

জাতির পিতার জন্মদিনে ছিটমহলের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।

মোঃ নাসিরুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

জাতির পিতার জন্মদিনে ছিটমহলের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।


বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ছিটমহলের সর্বস্তরের মানুষ এবং শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় ছিটমহলের কেন্দ্রীয় শহিদ মিনার ও বাঙালি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কেক কেটে জাতির পিতার জন্মদিন পালন করা হয়‌।
এসময় উপস্থিত ছিলেন, আতাউর শেখ, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখা, নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখা, আহাম্মদ আলী পোদ্দার রতন, সদস্য জেলা পরিষদ, কুড়িগ্রাম, হারুন অর রশিদ, চেয়ারম্যান, ফুলবাড়ী সদর উপজেলা, আবু বকর ছিদ্দিক মিলন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এমদাদুল হক মিলন, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা।
আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ১৯২০ সালের এ দিনে তদানিন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শৈশবে খোকা নামের ছেলেটিই একদিন হয়ে উঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারি।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ঘিরে সারাদিন ব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসা সহ ছিটমহলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ১৭ মার্চ আওয়ামী লীগের কর্মসূচির মধ্য রয়েছে- দলের কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর