বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

ওসমানীনগরে ক্রিকেট খেলায় পুরস্কার সয়াবিন তেল!

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ২১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

ওসমানীনগরে ক্রিকেট খেলায় পুরস্কার সয়াবিন তেল!


ক্রিকেট খেলার পুরস্কার হিসাবে ট্রফি বা ক্রেস্টের বদলে স্থান পেয়েছে সয়াবিন তেল। সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ক্রিকেট খেলায় বিজয়ীদের মধ্যে এই অবনিব ও ব্যতিক্রমী পুরস্কার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। শনিবার সিলেটের ওসমানীনগর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচের বেতিক্রমী এই পুরস্কার বিতরণ করা হয়। খেলায় ১ম ও ২য় পুরুস্কারসহ কয়েকেটি ক্যাটাগরীতে সকল পুরস্কারই রাখা হয় সয়াবিন তেল।

আব্দুল্লাহপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনেল ম্যাচে লিজেন্ড অফ বাংলা বাজার এবং জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর নামের দুটি দল অংশগ্রহন করে। দুপুর তিনটার দিকে শুরু হওয়া ক্রিকেট ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেচেঁ নেয় জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর এবং ব্যাটিংয়ে নামে লিজেন্ড অফ বাংলা বাজার। মোট ১৪ ওভারের খেলায় ১৩ ওভার ৫ বল খেলে ১০ উইকেটে ৭৯ রান সংগ্রহ করে লিজেন্ড অফ বাংলা বাজার দল। ৮০ রানের টার্গেটের বিপরীতে মাঠে নামে জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর। ১১ ওভার ৩ বল খেলে ৪ উইকেটে হাতে রেখেই ৮০ রান করে বিজয় অর্জন করে জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর।

অতিথিগণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন আহমদ। খেলা শেষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালী প্রবাসী মুক্তার আহমদ, দিলোয়ার রহমান, দুবাই প্রবাসী জুবেল মিয়া, সাদিপুর ইউনিয়নের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য খালিছ মিয়া।

খেলা শেষে জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর দলের সর্বোচ্চ রান সংগ্রহ করায় কয়েছে আহমদকে আধা লিটার সয়াবিন তেল, সর্বোচ্চ উইকেট নেয়ায় এমদাদ হেসেনকে আধা লিটার সয়াবিন তেল ও শামক হোসেনকে আদা লিটার সয়াবিন তেল পুরষ্কার হিসাবে হাতে তুলে দেন অতিথিরা।

বিজয়ী দল জাগ্রত ক্রিকেট একাদশ আব্দুল্লাহপুর দলের ১১জন খেলোয়ারকে জন প্রতি ১ লিটার করে সয়াবিন তেল এবং পরাজয়ী দল লিজেন্ড অফ বাংলা বাজার দলের ১১ সদস্যকে আধা লিটার করে সাড়ে ৫ লিটার সয়াবিন তেল পুরষ্কার হিসোবে তাদের হাতে তুলে দেন অতিথিরা। এছাড়া খেলা সুষ্ট ভাবে পরিচালনা করার জন্য আম্পেয়ার হাবিবুর রহমান সেতুল ও আবুল কাশেমকে আদা লিটার করে সয়াবিন তেল উপহার প্রদান করা হয়।

এদিকে, সয়াবিন তেল পুরষ্কার রাখায় এই খেলাকে ঘিরে এলাকায় এক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়। অভিনব পুরষ্কার সয়াবিন তেল দেখতে স্থানীয়রা খেলার মাঠে ভির জমান।

সয়াবিন তেল পুরস্কার রাখার প্রসঙ্গে খেলার আয়োজকরা জানান, অস্বাভাবিক ভাবে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ক্রিকেট খেলায় বেতিক্রমী পুরষ্কার হিসাবে ট্রফি বা ক্রেস্টের বদলে সয়াবিন তেল রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর