সোমবার, ১২ মে ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ড।

মোঃ আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ / ১৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ড।


সম্পদের হিসাব জমা দিতে না পারায় দুদকের দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার (২০ মার্চ২২) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আদালতে হাজির থাকা মুফতি ইজাহারুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে দুদকের স্পেশাল পিপি কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, সম্পদের বিবরণী দাখিল না করায় মুফতি ইজহারের বিরুদ্ধে দুদক আইনের ২০০৪ এর ২৬ (২) ধারায় দোষী সাবস্ত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়। এই জরিমানা দিতে না পারলে তাকে আরও ২ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর