বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

পৌরসভা নির্বাচনী প্রচারণায় লক্ষ্মীপুরে কেন্দ্রীয় যুবলীগ সম্পাদক নিখিল-ভোরের কণ্ঠ।

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি। / ৩৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল পৌরসভার নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিতে বুধবার বিকেলে রায়পুর যুবলীগের সভায় যোগদান করেন।

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মাইনুল হোসেন খান নিখিল লক্ষ্মীপুরে এলে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আলহাজ্ব মোঃ আবু তাহের, উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাউদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নির্বাচনী প্রচারণার কাজে সাধারণ সম্পাদকের সাথে কেন্দ্রীয় নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পবন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন রিগান, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন কামালসহ প্রায় দুই ডজন কেন্দ্রীয় নেতাকর্মী রায়পুর পৌরসভা নির্বাচনী প্রচারণা সভায় অংশ নেন।

এর আগে কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল জেলা আওয়ামী যুবলীগ কার্যালয় প্রাঙ্গণে গরীব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

জেলা যুবলীগ সভাপতি একেএম সালাউদ্দিন টিপু গণমাধ্যমকে জানিয়েছেন রায়পুর পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সে সুবাদে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিনি প্রধান অতিথি হিসেবে রায়পুর নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর