সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

মাধবপুরে তরুণীকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণের অভিযোগ।

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ২২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

মাধবপুরে তরুণীকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণের অভিযোগ।


জীবিকার সন্ধানে চট্টগ্রাম থেকে মাধবপুরে আসার পথে এক তরুণীকে তুলে নিয়ে ঘরে আটকে রেখে ২ দিন সংঘবদ্ধ হয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই তরুণী হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে দরগা গেইট এলাকায় শাহপুর একটি কোম্পানিতে কাজে যাওয়ার পথে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ভুক্তভোগী ওই তরুণী।

এ সময় সিএনজি অটোরিকশা যোগে আসা তিন যুবক তরুণীকে শাহপুর কোম্পানিতে নামিয়ে দেয়ার কথা বলে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই তরুণীকে রিয়াজনগর গ্রামের একটি ঘরে নিয়ে দু’দিন আটকে রেখে সংবদ্ধ ধর্ষণ করে।

পরে রোববার তরুণীকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর তরুণীকে পথচারীদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এ তথ্য নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এমন বিভৎস ঘটনাটি শোনার পর তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। তরুণীর কাছ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর