রবিবার, ০৪ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে গাড়ি চাপায় স্কুল ছাত্রী’র মৃত্যু। 

মোঃ জিতু আহমেদ, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ / ১৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

ওসমানীনগরে গাড়ি চাপায় স্কুল ছাত্রী’র মৃত্যু। 


সিলেটের ওসমানীনগরে গাড়ির চাপায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের মদন দাশের মেয়ে বৃষ্টি দাশ। সে বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের পাশে অজ্ঞাত গাড়ি চাপা দেয় বৃষ্টিকে। এ সময় বৃষ্টির স্কুল ব্যাগ ছিটকে এক পাশে পড়ে যায়। অন্যান্য শিক্ষার্থীরা রাস্তার পাশে বৃষ্টির স্কুল ব্যাগ দেখে স্থানীয়দের জানালে রাস্তার পাশে বৃষ্টির লাশ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোন গাড়ি বৃষ্টি দাশকে চাপা দিলে পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে এবং ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ী চাপায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি দাশ নিহত হয়। এই মর্মান্তিক দূর্ঘটনায় বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিষয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্য পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর