শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় অটোরিক্সা ও নসিমনের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত।

রিপোটারের / ১৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে মাছ ব্যবসায়ী অন্তর হালদার(৩০) নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন অটোরিকশার যাত্রী আহত হয়েছে।
বুধবার সকালে উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে উপজেলার রহিমপুর গ্রামের পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটানা ঘটেছে।নিহত অন্তর উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারের ছেলে।

নিহত অন্তরের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে অন্তর আরও ৪ জন যাত্রীর সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিলেন।পথে রহিমপুর গ্রামের পাশে অটোরিকশার পিছনে একটি নসিমন ধাক্কা দিলে চালকের পাশে বসা অন্তর হলদার রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৩ যাত্রী।
আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এক বছর আগে অন্তরের বাবা অনিল হলদারও একইভাবে মাছ নিয়ে ভ্যানরিকশায় বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মারা যান বলে জানিয়েছে পরিবারের লোকজন।

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোঃ সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্তরের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর