শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার ছোট নুনতোর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) একই গ্রামের  মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)
পা‌নিতে ডুবে মারা গেছে। তারা দুজনেই প্রতিবেশী।

ধর্মগড় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত সিয়ামের বাবা মকবুল জানান,পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে একজন গভীর পানিতে তলিয়ে যায়। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে পানিতে সেও তলিয়ে যায়। পরে স্হানীয়রা টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে।  স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর