সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

তাড়াশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা-ভোরের কণ্ঠ।

মোঃ শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৩৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ পালন করা হয়েছে। “মুজিববর্ষে শফথ করি,প্লাষ্টিক দূষণ রোধ করি” এই শ্লোগান নিয়ে ১৫মার্চ  সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসন খান,প্রভাষক মর্জিনা ইসলাম।

এছাড়াও তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,সগুনা ইউপি চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকী, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল,উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান,কৃষি সম্প্রসারণ অফিসার নাগিব মাহফুজ,সমবায় অফিসার মঞ্জুয়ারা পারভীন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল ইসলামসহ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা, তাড়াশ বাজার সমিতির সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

তাড়াশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ পালন করা উপলক্ষে আলোচনা সভার বক্তারা ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইণ বাস্তবায়নে ভোক্তা ও বিক্রেতাদের যথাযথ ভাবে মেনে চলার জন্য তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর