শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

মসজিদ নির্মাণে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ৬ লক্ষ টাকা অনুদান।

মোঃ মিজানুর রহমান লাভলু,কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ / ১১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩

কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রামের বড়দেশ খালপার পূর্ব জামে মসজিদের নির্মাণের জন্য ৫মে রোজ শুক্রবার বেলা ২টার সময় কানাইঘাট এসোসিয়েশন ইউকের নগদ ৬ লক্ষ টাকা অনুদান করা হয়। হাজী মন্তাজ আলীর সভাপতিত্বে ও শাজাহান শিবলুর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমদ,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, এবাদ মেম্বার, মোহাম্মদ আব্দুল্লাহ,হাজি আব্দুল মতিন, ফারুক আহমদ, মাওলানা আলিম উদ্দীন প্রমুখ। এসময় মাষ্টার লোকমান আহমদ বলেন,২০২০ সালের বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে কানাইঘাটের ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা, মোট ৯০ টিওয়ার্ডের অসহায় মানুষদের মধ্যে ২৫ লক্ষ টাকা নগদ বিতরণ করা হয় এবং কানাইঘাটের কয়েক জন অসহায় মানুষের চিকিৎসার জন্য প্রায় ১২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয় এবং ২০২১ ইংরেজি কানাইঘাট ডিগ্রি কলেজের নব নির্মিত মসজিদ নির্মাণের জন্য কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা সহায়তা করা হয়।

সভায় সকল বক্তারা বলেন, এলাকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ওসকল দুর্যোগ মুহুর্তে এই সংগঠনের সাথে জড়িত যুক্তরাজ্য প্রবাসীরা কানাইঘাটের মানুষের পাশে থেকে যে নানান ধরনের মহতী কাজ করে যাচ্ছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

সকলেই ভবিষ্যতে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কানাইঘাট এসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। কানাইঘাট এসোসিয়েশন ইউকের প্রতিষ্টার সাথে জড়িত সকল মাইয়েতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকল জীবিতদের নেক হায়াত কামনা করেন।এবং মসজিদের টাকা কালেকশনের জন্য কানাইঘাট ইউকের সকল সদস্যেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নেতৃবৃন্দরা আশা ব্যাক্ত করে বলেন, অতীতের ন্যায় আগামীতে ও কানাইঘাট এসোসিয়েশন ইউকে তাদের শিকড় প্রিয়ভূমি কানাইঘাটের মানুষের যে কোনো প্রয়োজনে এগিয়ে আসবে ইনশা আল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর