সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।

বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ১৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিক উদয় পোদ্দারের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে বিবাহিত এক নারী। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবে এমন হুমকি দিচ্ছে ওই নারী।

উপজেলার বেলকুচি পৌরসভার সুবর্ণসাড়া হিন্দুপাড়া গ্রামে উত্তম পোদ্দারের বাড়িতে আগের স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিক উদয়কে বিয়ে করার আশায় রোববার থেকে অনশন করছে ওই নারী।

অনশন করা ওই নারী গণমাধ্যমকে জানান উদয়ের সাথে আমার গত ৩ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলছে। প্রেমের সম্পর্ক গভীর হওয়ার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে উদয় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আগের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে।আমার সংসার ভেঙ্গে দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার নিকট থেকে নগদ ৬ লাখ টাকা ও সোনার গহনা নিয়েছে। অর্থ সম্পদ ও যৌবন উৎসর্গ করার পর থেকে উদয় আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ জন্য রোববার দুপুরে উদয়ের বাড়িতে চলে এসেছি।নগদ ১০ লাখ টাকা ১০ ভরি স্বর্ণের গহনা যৌতুক দিলে ছেলের সাথে বিয়ে দিবে বলে চাপ দিচ্ছে উদয়ের বাবা উত্তম পোদ্দার। আমি তাদের দাবী পূরণ করতে না পারলে আমার সঙ্গে উদয়ের বিয়ে দিবে না। বিয়ে না হলে এ বাড়িতেই আমি আত্মহত্যা করবো।

                   উদয় ও তার প্রেমিকা

যৌতুকের অভিযোগ অস্বীকার করে উদয়ের বাবা বলেন গতকাল রোববার দুপুরে মেয়েটি বাড়িতে এসে আমার ছেলে উদয়কে বিয়ে করার প্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে রাতে থানা থেকে পুলিশ এসে সামাজিকভাবে মিমাংসার কথা বলে চলে যান।আমি সে ব্যবস্থায়ই করছিলাম।মেয়েটি কথাবার্তায় এখন সেটা করা সম্ভব হচ্ছে না।এতে আমাদের যা হবার তাই হবে।

এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত ওসি মোঃ আহসানুজ্জামান জানায় সূবর্ণসাড়ায় এমন ঘটনার সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম।ছেলে ও মেয়ের পরিবারের মৌখিক জবানবন্দি রেকর্ড করা হয়েছে ।উদয়ের বাবা উত্তম পোদ্দার মেয়ের অভিভাবকের সাথে কথা বলে সামাজিকভাবে সমস্যার সমাধান করবেন। তা না করলে  অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর